ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আলমাস শাহরিয়ার শিশির ঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত ফেনীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক-সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নে ফেনী উন্নয়ন ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও উল্লেখ করেন, ফেনীর সামগ্রিক উন্নয়নে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলতে ফোরামের কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ফেনী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন