বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন
![]() |
অনুষ্ঠানে আগত মেহমান ও ফেনীর প্রান্তর এর প্রতিনিধিদের একাংশ |
নিজস্ব প্রতিবেদক | ফেনী, ১৫ আগস্ট ২০২৫
“ফেনীর কথা, দেশের কথা” এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল *‘ফেনীর প্রান্তর’* এক বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে তাদের *প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী*।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় ফেনীর অভিজাত রেস্টুরেন্ট *ডি রয়েল স্যালমনে* অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শুরু থেকেই।
![]() |
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন বিশেষ প্রতিনিধি উম্মে হানি তৃষা |
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রধান বার্তা সম্পাদক *ইঞ্জিনিয়ার এম.এ.এইচ আতিক* এবং বিশেষ প্রতিনিধি *উম্মে হানি তৃষা*.
বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনীর প্রান্তর এর নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে ফিচার রাইটিং অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লা বলেন,
“একটি মিডিয়া কেবল সংবাদ প্রচার করে না, এটি সমাজের উন্নয়ন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। ফেনীর প্রান্তর তার প্রথম বছরে যে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর একে এম সামছুদ্দিন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুইয়া) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, ফেনীর প্রান্তরের উপদেষ্টা আকবর হোসেন তারেক, সময়ের জানালা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন আদর এবং সাবেক ছাত্রনেতা শাহীনুর হোসাইন। এছাড়াও ফেনী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
![]() |
প্রতিনিধিবৃন্দ |
বক্তারা আরো বলেন, “স্বচ্ছ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে ফেনীর প্রান্তর ইতিমধ্যেই পাঠকমহলে আস্থা অর্জন করেছে। মাত্র এক বছরের এই পথচলায় তারা ফেনীর প্রতিটি প্রান্তরের খবর তুলে আনার চেষ্টা করেছে। নিয়মিত সংবাদ প্রচারের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ক্রীড়া সহ প্রায় প্রতিটি বিভাগেই তারা সমানভাবে বিচরণ করেছে। তাদের এই পথচলা আরও সুদৃঢ় হোক।”
ফেনীর প্রান্তর এর প্রধান সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসাইন বিন আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে আগত সকলকে সহ ফেনীর প্রান্তরের দর্শক ও শুভাকাঙ্খীদের প্রতি ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন।
ফেনী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন