ইতিহাসে প্রথমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন মাদরাসা ব্যাকগ্রাউন্ডের ৬ ছাত্র।
বাঁ থেকে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, আবিদুল ইসলাম খান, আবু সাদেক কায়েম, আব্দুল কাদের, ইয়াসিন আরাফাত ও আবদুল ওয়াহেদ।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে’—বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামালের কটাক্ষ করে বলা এই কথা বুমেরাং হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ডাকসুর ভিপি হতে যাচ্ছেন মাদরাসার ছাত্র। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (ডাকসু) মনোনয়ন ফরম জমা শেষ হলে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ইতিহাসে প্রথমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন মাদরাসা ব্যাকগ্রাউন্ডের ৬ ছাত্র।
‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জানা যায়, তিনি ঢাকা ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী তিনি। ফ্যাসিবাদি শাসনামল থেকেই খালিদ ছাত্রদের নৈতিক ও ধর্মীয় অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা খুব ভালো।
ইসলামি ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি পদে লড়বেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি আবু সাদেক কায়েম। তিনি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসার ছাত্র ছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে ব্যাপক পরিচয় পান সাদেক। বিশ্ববিদ্যালয়ের মধ্যেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।
‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’—জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আহ্বান জানিয়েছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সেই আবিদই এবার ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন। জানা যায়, তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী তিনি। ছাত্রদলের ব্যাপক সমর্থন ও ফ্যাসিবাদী আমলে বুক চিতিয়ে লড়েইয়ে বিশ্ববিদ্যালয়ে তার সুনাম রয়েছে।
তামিরুল মিল্লাত কামিল মাদরাসার আরেক ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি লড়বেন বাগছাস মনোনীত প্যানেল থেকে। জুলাই গণঅভ্যুত্থানে নয় দফার ঘোষক হিসেবে আব্দুল কাদেরের বেশ জনপ্রিয়তা রয়েছে।
ইসলামি ছাত্র আন্দোলন মনোনীত ভিপি পদপ্রার্থী ইয়াসিন আরাফাত তেজগাঁও রেলওয়ে মাদরাসার ছাত্র ছিলেন। বর্তমান তিনি ইসলামিক স্টাডিজে অধ্যায়নরত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ছিলেন তিনি। এছাড়াও স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে লড়বেন আরেক মাদরাসার ছাত্র বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
ভিপি পদপ্রার্থী ছাড়াও অন্যান্য অনেক পদে একাধিক মাদরাসার ছাত্র প্রতিদ্বন্দিতা করবেন। সংশ্লিষ্টরা বলছেন ডাকসুর ইতিহাসে এবারই ভিপিসহ সব পদে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি।
ডাকসুতে আলোচিত ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ও উমামা ফাতেমা ছাড়া হেভিওয়েট তালিকার সব প্রার্থী কোনো না কোনো মাদরাসার ছাত্র। সেই বিবেচনায় এবার মাদরসার ছাত্র থেকেই ভিপি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জনমত জরিপ ও বাস্তবতার নিরিখে বিশ্লেষকরা বলছেন ডাকসুর ইতিহাসে এবারই হয়ত ভিপি হতে যাচ্ছে কোন মাদরাসার ছাত্র ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন