ফেনীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

ফেনীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদকঃ

চলতি ১৪৩২ বঙ্গাব্দে ফেনী জেলায় কোনো ইজারাকৃত বালুমহাল নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে জেলার নদী, খাল বা অন্যান্য স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণরূপে অবৈধ হিসেবে গণ্য হবে।


তবে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে—যেমন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার ইত্যাদি জরুরি কাজের জন্য—“বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৭(১) ধারার আওতায় স্বল্প পরিসরে, নির্দিষ্ট সময় ও স্থানে বালু ও মাটি উত্তোলনের অনুমতি প্রদান করা যেতে পারে।


কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অনুমতি ব্যতিরেকে নদী, খাল ও অন্যান্য জলাশয় থেকে বালু বা মাটি উত্তোলন কিংবা এর চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


এদিকে ফেনীর সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যদি কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা চোখে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য।

মন্তব্যসমূহ