ফেনীতে ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম এর উদ্যোগে দিনব্যাপী “সেফটি এবং স্কিল ক্যাম্প-২০২৫” অনুষ্ঠিত।
সিরাজুল হক টিপুঃ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ই-ল্যার্নিং ইয়ুথ ফোরামের সভাপতি মো: নুরুল হক শুভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম মো: বাতেন, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী ও প্রশাসক, ফেনী পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
স্বপন চন্দ্র দেবনাথ, প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী সদর
আবুল খায়ের, প্রভাষক, বিকন মডেল কলেজ ও উপদেষ্টা, ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম
মো: আবু তাহের ভূঞা, সংবাদকর্মী, ডিবিসি নিউজ ও উপদেষ্টা, ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম
আসিফুর দৌল্লা, সিনিয়র মেডিকেল অফিসার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ফেনী ও উপদেষ্টা, ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম
জিয়া উদ্দিন, সভাপতি, নিরাপদ সড়ক আন্দোলন, ফেনী জেলা ও উপদেষ্টা, ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম
ইলোরা ইয়াছমিন, সহকারী শিক্ষক, ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও উপদেষ্টা, ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম
আবু শাহারিয়ার ভূঞা, পরিচালক, ফিউশন আইটি জোন ও উপদেষ্টা
জহিরুল আলম ফরহাদ, সম্পাদক, বন্ধু মহল, ফেনী জেলা
ক্যাম্পে অংশ নেন ১০০ জনের অধিক স্বেচ্ছাসেবক। দিনব্যাপী তারা অংশ নেন প্রাথমিক প্রতিবিধান, জরুরী উদ্ধার কার্যক্রম, রেডিও অ্যামেচার (Ham Radio) পরিচালনা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উপর বিশেষ প্রশিক্ষণে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে স্বেচ্ছাসেবক ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, দুর্ঘটনা মোকাবিলা এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন