দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে –মুহাম্মাদ নাদের চৌধুরী

দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে –মুহাম্মাদ নাদের চৌধুরী


সিরাজুল হক টিপু

২৯ আগস্ট ২০২৫, শুক্রবার বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে, সদর পূর্ব শাখা সভাপতি পারভেজ হোসাইন শান্তর সভাপতিত্বে এবং সদর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন জায়েদের সঞ্চালনায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী।


বিক্ষোভে দ্রুততম সময়ে ফেনীর ৬ বছরের শিশু হত্যাকাণ্ডের বিচার ও ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানানো হয়।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফেনীতে নতুন একটি শিশু নির্যাতনের ঘটনা আমাদেরকে হতবাক করেছে“দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।”

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এর মধ্যে ২১টি একক ধর্ষণ এবং ১৮টি দলবদ্ধ ধর্ষণ। এমতাবস্থায় ধর্ষণসহ সকল অপরাধপ্রবণতা কমাতে হলে দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।


আলাউদ্দিন সাবেরী মাগুরার শিশু আছিয়ার বিভীষিকাময় ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “আগে ছিল আছিয়া, আজকের শোভা, পরবর্তীতে আবার কে? আছিয়া মিডিয়ায় শিরোনাম হলেও এমন হাজারো আছিয়া শিরোনামে আসে না এবং অপরাধীরা শাস্তি পায় না। নতুন আরেকটি ঘটনা ধামাচাপা পড়ে যায় পুরনো ঘটনার বিচার প্রক্রিয়ায়। তাই দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এতে কেউ ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার সাহস পাবে না।"


এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম শোয়াইব, ফেনী সদর পশ্চিম শাখা সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।


মিছিলটি শহরের ফেনী জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে ফেনী সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ