ফেনীতে ইউ-রিপোর্ট বাংলাদেশের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | ফেনী
ফেনীর দাওয়াত এ দস্তান কনভেনশন সেন্টারে এক ঝাঁক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে U Report – Bangladesh এর অরিয়েন্টেশন । এ আয়োজনটি ইউনিসেফের উদ্যোগে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের সোস্যাল বিহেভিয়ার চেঞ্জ অফিসার আব্দুল জলিল এবং লাল সবুজ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক (চট্টগ্রাম) আব্দুল কাইয়ুম।
অরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা স্বেচ্ছাসেবকদের মধ্যে U Report User Acceptance Testing (UAT) বিষয়ে ধারণা দেন। এসময় ফেনীর ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠন— Youth & Globe, Lal Sabuj Society (LSS), Quick Response Team, BD Clean, Eco Revolution এবং Help for Today অংশগ্রহণ করে।
এছাড়া তরুণদের ভাবনা ও জিজ্ঞাসা নিয়ে আলোচনা করা হয় এবং দুর্যোগ বা আপদকালীন সময়ে কীভাবে অফলাইনে যোগাযোগ রক্ষা করা যায় সে বিষয়ে একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন