বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন সম্পন্ন 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

নুর উদ্দিন রনিঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী কমিটি নির্বাচন শনিবার (৩০ আগস্ট) বিকেলে আল হেলাল একাডেমী সোনাগাজী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার ৩১টি নিবন্ধিত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিদের ভোটে মোহাম্মদ আবুল কাশেম সভাপতি, মোহাম্মদ ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে মোহাম্মদ এনামুল হক, মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক ফাতেমা ইয়াছমিন শিখা, দপ্তর সম্পাদক মাছুমা আক্তার, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক এইচ এম সাইফুল্লাহ, প্রচার সম্পাদক আমির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন ও ফারজানা আক্তার নির্বাচিত হয়েছেন।


৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, কমিশনার বেলায়েত হোসেন, শেখ আবদুল হান্নান, সালা উদ্দিন ও আজগর হোসাইন (সদস্য সচিব)। 

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রুনু ও কেন্দ্রীয় অর্থ সচিব মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ