সোনাগাজীতে নদী থেকে বালি উত্তোলনে প্রশাসনের অভিযান: ড্রেজার জব্দ, মামলা দায়েরের প্রস্তুতি
নুর উদ্দিন রনি (ফেনীর প্রান্তর) :
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে ২৯ আগস্ট (শুক্রবার) প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, নদী থেকে ২টি ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করে নদীর পাড় ভরাট করে মাছ চাষের উদ্দেশ্যে দিঘী তৈরির কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে ২টি ড্রেজার মেশিন, প্রায় ৬০,০০০ ঘনফুট বালি জব্দ করে স্থানীয় জিম্মায় রাখা হয়। পাশাপাশি দখল হওয়া খাস জমিতে অবস্থিত একটি পুকুরের মাছও জিম্মায় দেওয়া হয়। ড্রেজার মেশিনের পাইপসমূহ ধ্বংস করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ড্রেজার মেশিন, জব্দকৃত বালি ও মাছ স্থানীয়ভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।এ ঘটনায় যারা সরকারী জমি দখল করে দিঘী তৈরির চেষ্টা করেছিলেন, তাদের নাম সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সরকারী জমি কেটে মাছের প্রজেক্ট তৈরির প্রবণতা চলছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় উপজেলা প্রশাসন সকলকে সরকারী জমি দখল ও অবৈধ বালি উত্তোলন থেকে বিরত থাকার আহ্বান জানায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন