দাগনভূঞায় অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

দাগনভূঞায় অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

সিরাজুল হক টিপুঃ

দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।


বুধবার (২৭ আগষ্ট) দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ফোর বিজিবি ব্যাটালিয়নে আওতাধীন জায়লস্কর এলাকা পরিদর্শন করে এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে।


এ সময় উপস্থিত ছিলেন ফোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর,সহকারী ভূমি কমিশনার সাহিদুল আলম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন এরকম যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমরা তাকে ধরে নিয়ে যাব সোজা কথা, অর্থাৎ এখানে আমাদের কঠোরতা থাকবে, চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। তারা অবৈধভাবে নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা, প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মন্তব্যসমূহ