সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও বালির ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও বালির ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও বালির ট্রাক চলাচল বন্ধের দাবিতে সর্বস্তরের জনতার উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় পৌর শহরের জিরোপয়েন্ট শহীদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক মুফতি আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এবং ব্যবসায়ী দেলোয়ার হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন—

  • উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা

  • সোনাগাজী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইব্রাহীম খলিল

  • সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. মো. নুরনবী

  • সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান

  • সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন

  • ইসলামি আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ

  • উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আহসান উল্যাহ কাসেমি

  • বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি আবদুর রহমান

  • রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মোশাররফ হোসেন

  • হেফাজতে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক গাজী নুরুল আলম

  • হালিমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ

  • মাওলানা আব্দুর রহিম হেলালি

  • মুফতি রহিম উল্যাহ কাসেমি

  • মানবাধিকার কর্মী সার্জেন্ট (অব.) মহি উদ্দিন

  • সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহী উদ্দিন

  • কলম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদ ইকবাল রাজু

  • নিরাপদ সড়ক আন্দোলনের উপজেলা সভাপতি সুজন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বড় বড় বালি বহনকারী ট্রাকের কারণে সোনাগাজী বাজার থেকে সাইয়্যেদপুর পর্যন্ত আঞ্চলিক সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে সৃষ্টি হওয়া গর্তে পড়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এছাড়া বাজার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

তারা তাদের দাবিগুলো তুলে ধরেন—

  1. ক্ষতিগ্রস্ত সড়ক অবিলম্বে সংস্কার করা।

  2. ২০০ ফুট বালুর গাড়ির উপরে অতিরিক্ত ওজনবাহী ট্রাক নিষিদ্ধ করা।

  3. সোনাগাজী বাজারে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা।

  4. বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা।

  5. উপজেলার সব ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করা।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ