শিক্ষার্থীদের মাঝে দাগনভূঁঞা ইয়ুথ সোসাইটির বিনামূল্যে চারা বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃক্ষরোপণ অভিযান ও বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠান সোমবার (২৫ আগষ্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে।
“সবুজ হোক ধরণী, সুন্দর হোক আগামী, গাছ লাগাই স্বপ্ন সাজাই”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলার পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেনী জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ খিজির আহমেদ পলাশ, পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা, ডা. মতিউর রহমান রুবেল, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাবেক সভাপতি গোলাম সরওয়ার, জেলা শিক্ষক সমিতির সদস্য ও প্রকাশনা সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন লিংকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিক উল্যাহ, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, ফেনী সংবাদ দাগনভূঞা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মিনহাজুল আবেদীন এবং গীতা পাঠ করেন আয়ুস্মিতা দাস। শেষে অতিথিবৃন্দ অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন