সোনাগাজীতে জুলাই অভ্যুত্থান উপলক্ষে উচ্ছ্বাস কর্তৃক পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জুলাই অভ্যুত্থান উপলক্ষে সোনাগাজী কালচারাল ফোরামের শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'উচ্ছ্বাস' কর্তৃক আয়োজিত 'বিজ্ঞান বিষয়ক কুইজ ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা'২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯ ঘটিকায় সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের তেলাওয়াত পরিচালক মাও. আব্দুল হালিমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে ১ম অধিবেশন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময়ের জানালা'র সম্পাদক কবি ও কথাসাহিত্যিক আলাউদ্দিন আদর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা শাহীনুর হোসাইন, জাগ্রত প্রবাসী জনতার সাংগঠনিক সম্পাদক এম.এ.এইছ তারেক প্রমুখ।
প্রায় ৬ শ'র অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ পর্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে 'জুলাই অভ্যুত্থান-নব দিগন্তের সূচনা' শীর্ষক বক্তব্য ও প্রতিভা অন্বেষণ পর্ব সম্পন্ন করে শ্রেণী ভিত্তিক ১ম, ২য় স্থান সহ লেভেল মার্ক অতিক্রম করে পুরো উপজেলায় ৭৫ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'উচ্ছ্বাসের সভাপতি নুর উদ্দিন রনি।
ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক প্রকৌশলী আজগর হোসাইন ২০২৫-২৬ সেশনে উচ্ছ্বাসের নির্বাহী কমিটি ঘোষণা করেন।
সহকারী পরিচালক সোলাইমান রাকিব ও উচ্ছ্বাসের সেক্রেটারি নাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সদ্য ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শমসের মুবিন চৌধুরী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন