ফুলগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ফুলগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


এম.এ আদর।। উপজেলা প্রতিনিধি,ফুলগাজী 

ফুলগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দেশব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। 

অনুষ্ঠানের শুরুতে র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলার পুকুরে দেশীয় মাছ সংরক্ষণে পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা দেশীয় মাছ সংরক্ষণ, অভয়াশ্রম তৈরি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে কৃষক ও খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা মৎস্য খাতের উন্নয়ন ও টেকসই উৎপাদন বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

মন্তব্যসমূহ