ফুলগাজীতে পরিবর্তনের স্বাবলম্বীকরণ প্রকল্প: নতুন স্বপ্নে ১৪ পরিবার
উপজেলা প্রতিনিধি,ফুলগাজী
ফুলগাজীর ঐতিহ্যাবসী স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন” হতদরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের জন্য “স্বাবলম্বীকরণ প্রকল্প” গ্রহণ করেছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর আনন্দপুরস্থ ইব্রাহিম কনভেনশন হলে “স্বাবলম্বী প্রজেক্ট ২০২৫” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারমিন আরা মজুমদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাজিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব আবু সাইদ চৌধুরী। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সমাজের বেকার ও স্বল্প আয়ের মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক মোঃ মোর্শেদ, সাংবাদিক জহিরুল ইসলাম রাজু , সাংবাদিক এম.এ আদর এবং স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনী।
অনুষ্ঠানে ১৪টি পরিবারের হাতে কর্মসংস্থানের উপকরণ ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ৪ জনকে ঘর, ৩ জনকে টিন, ২ জনকে দোকান, ১ জনকে ভ্যানগাড়ি, ১ জনকে সেলাই মেশিন, ১ জনকে গরু এবং ইসলাম ধর্ম গ্রহণকারী একজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “আলোকিত ব্লাড ডোনার ক্লাব” ও “যুব শক্তি সংগঠন”-এর প্রতিনিধি সদস্যরা এবং ব্রুনেই হাইকমিশন হতে অবসরপ্রাপ্ত শাহাজাহান।
উপকারভোগীদের মধ্যে ছিলেন ডা. শফিকুল আমিন মজুমদার, রুহুল আমিন, তৌহিদ ও শিরিনা আক্তার, আজাদ, নুরুল ইসলাম, ফরহাদ, বাবু, আব্বাস, ইয়াসিন, নজরুল ইসলাম, ইসমাইল এবং ইসলাম ধর্ম গ্রহণকারী অর্নব।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান, ইফতার বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, উদ্ধার কার্যক্রম, খাদ্য সহায়তা ও মেডিক্যাল ক্যাম্পসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন