ফেনীতে ইকোরেইনের নতুন এক্সিকিউটিভ বোর্ড ঘোষণা

ফেনীতে ইকোরেইনের নতুন এক্সিকিউটিভ বোর্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করে গবেষণাভিত্তিক কাজ করার লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম ‘ইকোরেইন (EcoRain)’ এর ২০২৫-২০২৬ সালের জন্য নতুন নির্বাহী বোর্ড ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়।

উল্লেখযোগ্যভাবে, ইকোরেইন-এর যাত্রা শুরু হয় ২০২৪ সালে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) থেকে গ্রান্ট ফান্ডিং প্রাপ্তির মাধ্যমে। এর প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মেহেরাজুল হক এবং অর্পন দে। শুরু থেকেই ইকোরেইন কাজ করে যাচ্ছে তরুণদের অংশগ্রহণে একটি গবেষণাভিত্তিক ও জ্ঞান-ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে, যা পরিবেশ, জলবায়ু, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছে।


ইকোরেইন মূলত একটি ‘নলেজ পার্টনার’ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যার কাজ শুধুমাত্র চিন্তা বা ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে সেগুলোকে যথাযথভাবে উপস্থাপন, প্রয়োজনে আবেদন, সার্ভে পরিচালনা ও বিভিন্ন জায়গায় পরিকল্পনা পিচ করার মাধ্যমে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তরুণদের উদ্ভাবনী চিন্তাগুলো যাতে উপযুক্ত জায়গায় পৌঁছাতে পারে, সেটিই এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

নতুন নির্বাহী কমিটিতে যাঁরা মনোনীত হয়েছেন, তাঁরা হলেন:

আজহার বিন হোসেন – প্রোগ্রাম ও আউটরিচ কো-অর্ডিনেটর,
সায়েদ আমরান – রিসার্চ ও ইনসাইট ফ্যাসিলিটেটর,
ইনতেসার উল্যাহ ভূঁইয়া – স্ট্র্যাটেজিক লিড,
শাকি জাওহার – কমিউনিটি মোবিলাইজেশন লিড,
আব্দুল মান্নান – ভলান্টিয়ার কো-অর্ডিনেটর,
তানজিলা আক্তার রাহী – ইনোভেশন ও আইডিয়াস কিউরেটর,
সরোয়ার ইসলাম শুভ – পার্টনারশিপ ও কল্যাবোরেশন ফোকাল,
রতুল আলম – হিউম্যান রিসোর্স অফিসার,
নুসরাত জাহান মিম – পাবলিক রিলেশনস অফিসার,
নুসরাত জাহান – নলেজ ও লার্নিং কো-অর্ডিনেটর।

ইকোরেইনের প্রতিষ্ঠাতা পরিচলাক মেহেরাজুল হক বলেন,
“নতুন নেতৃত্ব মানেই নতুন দৃষ্টিভঙ্গি ও নব উদ্যম। এই এক্সিকিউটিভ বোর্ড সদস্যদের দক্ষতা, আন্তরিকতা ও পরিবেশবান্ধব চিন্তাধারা আমাদের পথচলাকে করবে আরও সুদৃঢ় ও কার্যকর। এটি যেহেতু গতানুগতিক ধারার বাইরে একটি প্লাটফর্ম তাই এর পথচলা কিছুটা ভিন্ন হবে। তবে সম্মিলিত প্রজেক্টর মাধ্যমে সাস্টেইনেবল পরিবর্তন আনা সম্ভব।"

নতুন বোর্ড আগামী এক বছর ইকোরেইনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। তাদের নেতৃত্বে ইকোরেইন আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে।

মন্তব্যসমূহ