সোনাগাজীতে প্রগতি সোসাইটির সাধারণ সম্পাদক ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননায় ভূষিত

সোনাগাজীতে প্রগতি সোসাইটির সাধারণ সম্পাদক ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননায় ভূষিত

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রগতি সমাজ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ জামশেদ আলম এ বছরের ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাশ।

মুহাম্মদ জামশেদ আলম প্রগতি সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দক্ষিণ পূর্ব চর চান্দিয়া গ্রামের  নূরুল হকের দ্বিতীয় পুত্র। স্থানীয় আল জামেয়াতুল ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০০৬ সালে দাখিল, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০০৮ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি সোনাগাজী মডেল মাদরাসার শিক্ষক এবং পারিবারিক ব্যবসা পরিচালনা করছেন।

প্রগতি সোসাইটি পরিবারের পক্ষ থেকে মুহাম্মদ জামশেদ আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করা হয়েছে।

মন্তব্যসমূহ