সোনাগাজীতে কিশোর গ্যাং এর ৬ সদস্য আটক

 সোনাগাজীতে কিশোর গ্যাং এর ৬ সদস্য আটক

নুর উদ্দিন রনিঃ

রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোনাগাজীর সোনাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য অংশ নেয়।

অভিযান চলাকালে আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ত্রাস সৃষ্টি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এ সময় বাজার ও আশপাশের জনসমাগম স্থলে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

**আটককৃতদের নাম ও ঠিকানা:**
১। আসিফ (২৪)), পিতা-করিমুল হক, সাং-সোনাপুর,
২। সৈকত (২০), পিতা-নুর আলম, সাং-চর ডুব্বা,
৩। রাজু (২০), পিতা-আব্দুল হক, সাং-চর লামছি,
৪। জাহেদ (২১), পিতা-নুরুল আফছার, সাং-চর সোনাপুর,
৫। সাগর (১৯), পিতা-রুবেল, সাং-দক্ষিন সোনাপুর,
৬। তৌহিদুল ইসলাম প্রঃ শিপন (২১), পিতা-নিজাম উদ্দিন, সাং-পূর্ব সুজাপুর, সর্ব থানা-সোনাগাজী, জেলা-ফেনী



মন্তব্যসমূহ