সোনাগাজীতে মাদ্রাসার অফিসে ছাত্রদল নেতার জন্মদিন উদযাপন ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

সোনাগাজীতে মাদ্রাসার অফিসে ছাত্রদল নেতার জন্মদিন উদযাপন ঘিরে ক্ষোভের বিস্ফোরণ
Published from Blogger Prime Android App

বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার অফিস কক্ষে ছাত্রদল সভাপতি সারোয়ার হোসেন আবিদের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতার জন্মদিন পালন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ।

জানা গেছে, গত ৬ আগস্ট (বুধবার) রাতে মাদ্রাসার অফিস কক্ষে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন সারোয়ার হোসেন আবিদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন সমর্থক এবং মাদ্রাসার কিছু রাজনৈতিক সহকর্মী।

এই ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে  মুহূর্তেই ছড়িয়ে পড়ে।অনেকে বিষয়টিকে "দ্বীনি প্রতিষ্ঠানে খ্রিস্টান সংস্কৃতির অনুপ্রবেশ" বলে আখ্যায়িত করেন এবং মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার একাধিক শিক্ষার্থী প্রকাশ্যে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।

শিক্ষার্থী ওসামা তানভীর তার ফেসবুক পোস্টে লেখেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম একটি রাজনৈতিক দলের বহিরাগতরা মাদ্রাসার অফিসে কেক কেটে জন্মদিন পালন করছে। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।"

শিক্ষার্থী সজীব বলেন: "মাদ্রাসার অফিস কক্ষ হলো প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত আনন্দের অনুষ্ঠান সেখানে করা অনুচিত। আজ যদি একজন কেক কাটে, কাল অন্য কেউও তা করতে পারে – তখন বাধা দেওয়ার সুযোগ থাকবে না। আমরা শৃঙ্খলা ও সম্মান চাই।"

নাহিদ নামের আরেক শিক্ষার্থী জানান,  "একটি দ্বীনি প্রতিষ্ঠান মানেই কেবল পাঠদান নয়, বরং নৈতিকতা ও আদর্শচর্চার স্থান। মাদ্রাসার অফিস কক্ষে এমন কর্মকাণ্ড শুধু অনভিপ্রেতই নয়, বরং শিক্ষার্থীদের কাছে অপমানজনক। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।"

এ বিষয়ে জানতে ছাত্রদল সভাপতি সারোয়ার হোসেন আবিদকে একাধিকবার কল করা হলেও তিনি প্রথমে কথা বলবেন বলে কল কেটে দেন। পরবর্তীতে তাকে ফোনে আর পাওয়া যায়নি।

সোনাগাজী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিলকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "প্রতিষ্ঠান প্রশাসনের অজ্ঞাতসারে পিয়নের উপস্থিতিতে জোরপুর্বক তারা অফিসে ঢুকে পড়ে।"
এ বিষয়ে তিনি শৃঙ্খলা বোর্ডের মাধ্যমে যথাযত ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন বলে জানান।

মন্তব্যসমূহ