Humanity Is Life’-এর গৌরবময় চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ: ফেনীতে বর্ণাঢ্য অনুষ্ঠান

ফেনী, ৭ জুলাই ২০২৫ (সোমবার) :
ফেনী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন Humanity Is Life তাদের শিক্ষার্থীভিত্তিক প্ল্যাটফর্ম “আমরা তরুণ” ২০২৫ প্রোগ্রামের মাধ্যমে গৌরবময় চার বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উদযাপন করেছে। এ উপলক্ষে ফেনীর সেফরন রেস্টুরেন্টে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং সংগঠনের উপদেষ্টা এম. মামুনুর রশীদ, নাক-কান-গলা ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল কুদ্দুছ সোহাগ, আল-আকসা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান নুরুল আফছার ফারুকী, ইসলাম ডেন্টাল কেয়ারের চীফ কনসালট্যান্ট আমিনুল ইসলাম রাসেল, সংগঠক ও উদ্যোক্তা ওসমান গণী রাসেল, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, ফেনী কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মো. কামরুল হাসান, এবং ফেনী আল-বারাকা হাসপাতালের পরিচালক লায়ন মোহাম্মদ এমদাদ হোসেন।
এছাড়া সংগঠনের দাতা সদস্য সেলিম উদ্দিন, জিয়াউর হক সোহাগ, মোবারক হোসেন শাহিনসহ Humanity Is Life-এর কেন্দ্রীয় কমিটি ও ফেনী সদর উপজেলা কমিটির সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী সৈকত হোসেন সজীব এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আমিন সজিব। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি সানজিদা জান্নাত সায়িমা এবং এক্সিকিউটিভ মেম্বার আল মোবাশিরা।
অনুষ্ঠানের আয়োজনে পার্টনার হিসেবে সহযোগিতা করে Saffron (Venue Partner), Cake Lovers, Cakey Talky by Nazat, Photo Bilash, Islam Dental Care এবং GraphTop, যারা পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে “Humanity Is Life” এবং “আমরা তরুণ” প্রোগ্রামের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটির মানবিক কাজকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বলেন, “মানবিকতা-ই জীবন” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে তারা আগামীতেও সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাবে।
Comments
Post a Comment