সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় প্রধান আসামী সাখাওয়াত হোসেন রাজু (৩৪) অবশেষে গ্রেফতার হয়েছে। সোমবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার রাজুকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। রাজু সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত মোঃ হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক গৃহবধূকে একা পেয়ে রাজু ও তার সহযোগী সবুজ তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত ভিটার গাছতলায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পরদিন ২ মার্চ সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা করেন (মামলা নম্বর: ০১, তারিখ: ০২/০৩/২৫)।
মামলার পর থেকেই রাজু পলাতক ছিলেন। এর আগে অপর আসামী সবুজকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
Comments
Post a Comment