জাতিসংঘের সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সোনাগাজীর মুবিন চৌধুরী

জাতিসংঘের সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সোনাগাজীর মুবিন চৌধুরী
Published from Blogger Prime Android App
বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তরুণদের তালিকায় নতুন সংযোজন সোনাগাজীর কৃতি শিক্ষার্থী শমসের মুবিন চৌধুরী। ইউনিসেফ আয়োজিত আন্তর্জাতিক সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন তিনি।

শমসের মুবিন চৌধুরী বর্তমানে সোনাগাজী মো. ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ২০২৫ ব্যাচের ছাত্র। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ অর্জন করেছেন। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে শিশু অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিয়েও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এই ১৬ বছর বয়সী তরুণ।

জাতিসংঘে তরুণ কণ্ঠস্বর
শমসের মুবিন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ নাগরিক সমাজ প্রতিনিধিদের একজন, যিনি জাতিসংঘের নাগরিক সমাজ সমন্বয় অধিদপ্তর (DGCSCO) কর্তৃক যাচাইকৃত একটি সিভিল সোসাইটি সংগঠনের সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ স্বীকৃতি তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।

তিনি ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে—
✅ UN PGA79 - CSO Townhall
✅ WHO Panel Discussions
✅ OECD Youth Consultation
✅ International Telecommunication Union (ITU) Youth Program
✅ International Youth Council (IYC)

জলবায়ু ও শিশু অধিকারে অগ্রণী ভূমিকা

অত্যন্ত অল্প বয়স থেকেই মুবিন জলবায়ু পরিবর্তন, শিশু অধিকার, এবং ডিজিটাল নিরাপত্তা ইস্যুতে কাজ করে আসছেন। তিনি তরুণ আইনজীবী হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা ও নীতিনির্ধারণী আলোচনায় অংশ নিচ্ছেন। তার কর্ম ও বক্তব্যে জলবায়ু সুরক্ষা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

নেতৃত্বে ‘ক্লাউড ৭ সোসাইটি’

শমসের মুবিন চৌধুরী বর্তমানে “Cloud 7 Society” নামক একটি যুব নেতৃত্বভিত্তিক সংগঠনের সভাপতি। সংস্থাটি তরুণদের সচেতনতা, নেতৃত্ব, মানবাধিকার ও জলবায়ু ন্যায্যতা নিয়ে কাজ করে থাকে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরামেও সংগঠনটির উপস্থিতি ক্রমেই প্রসারিত হচ্ছে।


মুবিন একজন শিক্ষাবিদ পিতার সন্তান। তার পিতা, জনাব জয়নুল আবেদীন, ছাবের পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক। বাবার নেতৃত্ব, শৃঙ্খলা ও শিক্ষা-অভিযাত্রার অনুপ্রেরণাতেই মুবিন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।


মুবিনের এই অর্জন সোনাগাজী তথা সমগ্র বাংলাদেশের জন্য গর্বের। আন্তর্জাতিক পরিসরে তার কণ্ঠস্বর দেশের তরুণদের আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।

Comments