কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার—নিসআ'র সংগ্রাম ও ঐতিহ্যের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী জেলার গৌরবময় অর্জন
কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার—নিসআ'র সংগ্রাম ও ঐতিহ্যের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী জেলার গৌরবময় অর্জন
নিজস্ব প্রতিবেদকঃনিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় মূল্যায়ন ও সম্মাননা কার্যক্রমে দেশের শ্রেষ্ঠ পাঁচটি জেলার মধ্যে নেতৃত্ব, অবকাঠামো এবং সাংগঠনিক সংস্কারের ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে নিরাপদ সড়ক আন্দোলন - ফেনী জেলা শাখা।
“কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই নিসআ দেশের সড়ক নিরাপত্তা, নৈতিকতা ও সচেতনতামূলক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলা শাখা সকল স্তরে কার্যকর নেতৃত্ব, সুসংগঠিত কাঠামো ও যুগোপযোগী কর্মকৌশল বাস্তবায়নের মাধ্যমে নিজেদের এক অনন্য উচ্চতায় তুলে ধরেছে।
নিসআ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়,
> “নিরাপদ সড়কের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ফেনী জেলা শাখার পরিকল্পিত উদ্যোগ ও সুশৃঙ্খল নেতৃত্ব অন্য জেলার জন্য অনুকরণীয়। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই কাঠামো আমাদের আশাবাদী করে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় প্রাপ্তি ফেনী জেলার সকল স্বেচ্ছাসেবক, সদস্য ও সংগঠকদের ঐকান্তিক পরিশ্রম ও নিবেদনের ফসল। নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে চলুক নিসআ ফেনী—এই প্রত্যাশা সকলের
Comments
Post a Comment