ফেনীতে 'ফেনী সাহিত্য সোসাইটি’র' আত্মপ্রকাশ সভাপতি টিপু এবং সাধারণ সম্পাদক শিশির
ফেনীতে আত্মপ্রকাশ করেছে নতুন সাহিত্য সংগঠন “ফেনী সাহিত্য সোসাইটি”। সংগঠনের সভাপতি সিরাজুল হক টিপু এবং সাধারণ সম্পাদক আলমাস শাহরিয়ার ইসলাম শিশির এর নেতৃত্বে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংগঠনের প্রথম অনুষ্ঠান।
সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পরিবেশে, লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের আন্তরিক অংশগ্রহণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক আলাউদ্দিন আদর।
বক্তব্যে তিনি বলেন,
> “যেখানে লেখক জন্মায়, সেখানেই সাহিত্য আন্দোলনের সূচনা হয়। ফেনী সাহিত্য সোসাইটি তারুণ্যের হাত ধরে একটি আলোর দিশা দেখাবে বলেই আমি আশাবাদী।”
সভাপতির বক্তব্যে সিরাজুল হক টিপু বলেন—
> “সাহিত্য শুধু কাগজে নয়, বাস্তবতায়ও প্রভাব ফেলে। আমরা চাই, এই সংগঠন ফেনীর সাহিত্যিকদের প্ল্যাটফর্ম হয়ে উঠুক।”
সাধারণ সম্পাদক আলমাস শাহরিয়ার ইসলাম শিশির বলেন—
> “এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সাহিত্যিক আন্দোলনের সূচনা। আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে, সুস্থ সাহিত্য ও সংস্কৃতির পক্ষে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔸 শাহীনুর হোসাইন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক
🔸 এম.এ.এইচ তারেক, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা
🔸 কবি আব্দুল্লাহ শাহজাহান
প্রবন্ধ উপস্থাপন করেন : নজরুল বিন মাহমুদুল, প্রবন্ধের শিরোনাম ছিল "চব্বিশের বন্যা"। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজগর হোসেন, যিনি বলেন—
> “এই সংগঠন হবে চিন্তার মুক্ত প্ল্যাটফর্ম। তরুণদের সাহিত্যের শক্তিতে সমাজ গড়ার সাহস জোগাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
অর্থ সম্পাদক দিহান, স্পোর্টস সম্পাদক আমিনুল, সাহিত্য সংগঠন উচ্ছ্বাস এর সেক্রেটারি নাহিদুল এবং আরও অনেকে।
“ধ্যানে-জ্ঞানে প্রকাশ হোক মনের ভাষা”—এই প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল ফেনী সাহিত্য সোসাইটি।
Comments
Post a Comment