ফেনী সরকারি কলেজে রসায়ন বিভাগের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:
ফেনী সরকারি কলেজের রসায়ন বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবাগত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করে এক জমকালো ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২১ জুলাই ২০২৫, দুপুর ১২টায়, রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তিলাওয়াত করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম আরিফ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী ধীমান চন্দ্র বণিক।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগের মেধাবী শিক্ষার্থী সাইদুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব নুরুল আজিম ভূঁইয়া। তিনি বলেন—
> “রসায়ন একটি মৌলিক বিজ্ঞান। এই বিভাগে পড়ালেখা করার মাধ্যমে শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং জীবনের নানা ক্ষেত্রে বিশ্লেষণী চিন্তাশক্তি গড়ে তোলা সম্ভব। রসায়ন বিভাগ বরাবরের মতোই শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক উৎকর্ষে সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ— ফাহিমা আঞ্জুমান, তাসলিমা আক্তার এবং গোলাম দস্তগীর। তাঁরা শিক্ষার্থীদের সুশৃঙ্খল একাডেমিক জীবন, নিয়মিত ক্লাস ও পরীক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নূর করিম মুন্না। উপস্থিত ছিলেন মাস্টার্স সেশনের শিক্ষার্থী জিয়াউদ্দিন ও শফিকুল ইসলাম এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সিরাজুল হক টিপু। তাঁরা কলেজজীবনের অভিজ্ঞতা, রসায়ন বিভাগের গৌরবময় ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
বক্তারা বলেন—
> “রসায়ন বিভাগ শুধুই একাডেমিক কেন্দ্র নয়, বরং এটি একটি পরিবার। এখানকার শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং সহযোগিতামূলক পরিবেশ শিক্ষার্থীদের গঠনমূলক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আন্তরিকতা ও উষ্ণতায় পরিপূর্ণ এ আয়োজন সকলের প্রশংসা অর্জন করে এবং সফলভাবে সমাপ্ত হয়।
মাশাল্লাহ
ReplyDelete