সোনাগাজীতে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সোনাগাজীতে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
Published from Blogger Prime Android App

বিশেষ প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি মেলা। মঙ্গলবার সকালে সোনাগাজী মো. ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা, ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মিহির হাসান, ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. হিজবুল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা খায়রুল বাসার।

মেলার উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সোনাগাজী পৌর এলাকার হাওয়ায় সড়কের দু'পাশে তালের চারা রোপণ করা হয়।

কৃষির উন্নয়ন ও কন্দাল ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী মেলায় স্থানীয় কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি কৃষকদের জন্য থাকছে বিভিন্ন তথ্যভিত্তিক সেমিনার ও পরামর্শ সেবা।

Comments