জুলাই শহীদদের স্মরণে ফেনীতে জামায়াতের দোয়া ও আলোচনা অনুষ্ঠান

সিরাজুল হক | বিশেষ প্রতিনিধি | ১ জুলাই ২০২৫ | মঙ্গলবার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে শহরের একটি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
ফেনী শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান।
শহর সরকারি সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, “ফেনীতে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা ও অংশগ্রহণকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “শুধুমাত্র পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”
তিনি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন এবং নির্বাচনী ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের আহ্বান জানান। মুফতি হান্নান বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবতার সংগঠন। আমরা অতীতেও অসহায় ও বিপন্ন মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ‘দাঁড়ি ও পাল্লা’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বাদ মাগরিব ফেনী শহরের সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Comments
Post a Comment