ফেনীতে অনুষ্ঠিত হলো “VBD Champion’s League 2025”,

ফেনীতে অনুষ্ঠিত হলো “VBD Champion’s League 2025”, 

Published from Blogger Prime Android App
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) ফেনী জেলার আয়োজনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “VBD Champion’s League 2025” ফুটবল টুর্নামেন্ট। ফেনী Turf Xpress মাঠে দিনব্যাপী আয়োজনে চট্টগ্রাম বিভাগের ছয়টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিল—ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষীপুর জেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম ডিভিশনের অ্যালামনাই টিম এবং ভিবিডি সুপার সেভেন।

দিনভর চলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে ফুটবলাররা দেখিয়েছেন চমৎকার খেলোয়াড়সুলভ মনোভাব ও দলীয় সংহতি। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নোয়াখালী জেলা দল ফেনী জেলা দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে এবং ফেনী জেলা হয় রানার্স আপ। পুরো মাঠজুড়ে দর্শকদের করতালি ও উৎসাহে মুখর ছিল প্রতিটি মুহূর্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার ক্রীড়া অফিসার হিরা আক্তার। তিনি বলেন, “স্বেচ্ছাসেবকদের এমন ক্রীড়া আয়োজন শুধু বিনোদনই নয়, এটি তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। VBD ফেনী জেলা যে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অ্যাডহক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম সোহাগ ও মোহাম্মদ সুজা উদ্দিন, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু, ই-ফাতাহর কর্ণধার নিষাদ আদনান, ইউসিসি ফেনীর পরিচালক লোকমান হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক পরিবার এর কো-অর্ডিনেটর ওসমান গনি রাসেল এবং VBD চট্টগ্রাম ডিভিশনের সভাপতি মির হাসিবুর রহমান।

চট্টগ্রাম ডিভিশনের সভাপতি মির হাসিবুর রহমান বলেন, “VBD শুধু সেবামূলক নয়, নেতৃত্ব গড়ার এক উর্বর ক্ষেত্র। এই টুর্নামেন্ট আমাদের স্বেচ্ছাসেবীদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। এ ধরনের আয়োজন তরুণদের একত্রিত করে এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করে।”

জেলা স্বেচ্ছাসেবক পরিবারের কো-অর্ডিনেটর ওসমান গনি রাসেল বলেন, “যেখানে খেলাধুলা ও স্বেচ্ছাসেবার সম্মিলন ঘটে, সেখানেই গড়ে ওঠে এক অনন্য সামাজিক শক্তি। ফেনীর মাটিতে এই আয়োজন তারই প্রমাণ।”

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি, মেডেল এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের জন্য সার্টিফিকেট ও অ্যাপ্রিসিয়েশন সনদ প্রদান করা হয়। পুরো আয়োজনটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন VBD ফেনী জেলার স্বেচ্ছাসেবকরা, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একটি স্মরণীয় ইভেন্ট উপহার দিয়েছেন।

এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা ছিল না, বরং তা হয়ে উঠেছিল বন্ধুত্ব, নেতৃত্ব, এবং আত্মপ্রকাশের এক উৎসব। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ভিবিডি ফেনী জেলা।

Comments