ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের ল্যাঙ্গুয়েজ ক্লাবে নেতৃত্বে নাজমুল ও সুমাইয়া

ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের ল্যাঙ্গুয়েজ ক্লাবে নেতৃত্বে নাজমুল ও সুমাইয়া

Published from Blogger Prime Android App
আলমাস শাহরিয়ার শিশির | শহর প্রতিনিধি | ফেনী
মঙ্গলবার | ১ জুলাই ২০২৫

ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে গঠিত Language Club of English Department (LCED)-এর প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু ছাকিব মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা।

সোমবার (৩০ জুন) ক্লাবটির প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাক হোসেন এবং উপদেষ্টা সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন ও মোহাম্মদ মাহফুজ উদ্দিনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

২১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন—

ভাইস প্রেসিডেন্ট: মোহাম্মদ ওয়ারেস উল্লাহ, মাধব বণিক

জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম আশির, আকবর হোসেন

অর্গানাইজিং সেক্রেটারি: রবিউল আলম

অফিস সেক্রেটারি: নুসরাত জাহান

এসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি: রাজিয়া সুলতানা

কমিউনিকেশন সেক্রেটারি: ইয়াকুব হোসেন

কালচারাল কো-অর্ডিনেটর: নুর রাওয়ান ফাতিহা

মেম্বারস্ কো-অর্ডিনেটর: ফাতিহা আইমান

ট্রেজারার: আন্নিকা মরিয়ম

প্রোগ্রাম কো-অর্ডিনেটর: শাফায়াত হোসেন

অনলাইন সেশন কো-অর্ডিনেটর: প্রিতু হাজারি

আইটি এডিটর: আকবর হোসেন মনসুর

কার্যনির্বাহী সদস্য: মো. সিরাজুল ইসলাম, সুমাইয়া রহমান নাজা, মো. কামরুল ইসলাম, নুসরাত জাহান ও নুসরাত জাহান আনুষ্কা।

Comments