টার্ফ এক্সপ্রেসে গোলবন্যা, এফজিসি’র দাপুটে জয়: হাজারী কলেজকে ৯-৩ গোলে পরাজিত করলো ম্যানেজমেন্ট ক্লাব

টার্ফ এক্সপ্রেসে গোলবন্যা, এফজিসি’র দাপুটে জয়: হাজারী কলেজকে ৯-৩ গোলে পরাজিত করলো ম্যানেজমেন্ট ক্লাব
Published from Blogger Prime Android App

ডেস্ক রিপোর্ট | ২৭ জুন ২০২৫ | জুমাবার | ফেনীর প্রান্তর

ফেনীর জনপ্রিয় ক্রীড়া ভেন্যু “টার্ফ এক্সপ্রেস”-এ আজ অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে ম্যানেজমেন্ট ক্লাব (এফজিসি) দুর্দান্ত পারফর্ম করে হাজারী কলেজকে ৯-৩ গোলে পরাজিত করে জয় তুলে নেয়।

খেলার শুরু থেকেই এফজিসি খেলোয়াড়রা মাঠে আধিপত্য দেখাতে থাকে। একের পর এক আক্রমণে হাজারী কলেজ রক্ষণভাগ বিপর্যস্ত হয়ে পড়ে। গোলের বন্যায় তারা প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

দলের এ অসাধারণ পারফরম্যান্সের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম পলাশ এবং সেক্রেটারি আলমাস শাহরিয়ার ইসলাম শিশির। তাঁদের নেতৃত্ব ও সংগঠনের ফলে দলটি শুধু মাঠে নয়, ব্যবস্থাপনাগতভাবেও এগিয়ে রয়েছে।

খেলা শেষে ক্লাবের সভাপতি পলাশ বলেন,
"দলের খেলোয়াড়রা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই জয় আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"

সেক্রেটারি শিশির বলেন,
"আমরা চাই, খেলার মাধ্যমে শিক্ষার্থীরা মানসিকভাবে আরও দৃঢ় হয়ে উঠুক। সামনে আরও বড় আয়োজনের পরিকল্পনা আছে।"

দর্শকদের উপস্থিতি ও উৎসাহে টার্ফ এক্সপ্রেস ছিল মুখরিত।
এই ম্যাচ শুধু একটি জয় নয়, বরং ফুটবলপ্রেমী তরুণদের উৎসাহিত করার একটি দৃষ্টান্ত হয়ে থাকল।

Comments