"বালিগাঁও ইয়ুথ সোসাইটির তরুণ মেধা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে  বর্ণাঢ্য পুরস্কার বিতরণ"

"বালিগাঁও ইয়ুথ সোসাইটির তরুণ মেধা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে  বর্ণাঢ্য পুরস্কার বিতরণ"

Published from Blogger Prime Android App

ফেনী শহর প্রতিনিধি | আলমাস শাহরিয়ার শিশির | ২২ জুন ২০২৫ | রবিবার

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বালিগাঁও ইয়ুথ সোসাইটি’ আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট ওমর ফারুক, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী, বালিগাঁও ইউপি প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান, ইসলামী ব্যাংকের ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মাঈন উদ্দিন আজাদ, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বালিগাঁও ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নুর উল্লাহ কায়সার।

অনুষ্ঠানে বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ছিল।

মেহেদী হাসান জানান, গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৪ হাজার শিক্ষার্থী। এর মধ্য থেকে ৫৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, ইউনিয়নের ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে এই আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

Comments