সোনাগাজীর বিষ্ণুপুরে স্কাউট অনুষ্ঠানে 'জয় বাংলা' গান, ডিসি সহ অতিথিদের অনুষ্ঠান ত্যাগ

নিজস্ব প্রতিনিধি
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বিষ্ণুপুর হাই স্কুল মাঠে 'জয় বাংলা, বাংলার জয়' গান দিয়ে স্কাউটস এর অনুষ্ঠান শুরু করেছে আয়োজকরা। ফলে তৎক্ষনাত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তুমুল

আলোচনা-সমালোচনার ঝড় উঠে। স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বিষ্ণুপুর হাই স্কুল মাঠে ৮ম সোনাগাজী উপজেলা স্কাউটস এর তিনদিন ব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, বিষ্ণুপুর হাই স্কুলের সভাপতি নাজমুল করিম দুলাল সহ জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট ও সুধীগণ উপস্থিত ছিলেন।

গানের প্রথম কলি শুনেই জেলা প্রশাসক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আয়োজকদের ভৎসনা করেন। একপর্যায়ে জেলা প্রশাসক সহ সকল অতিথি তাৎক্ষনিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। স্থানীয়রা জানান, বিষ্ণুপুর স্কুলের প্রধান শিক্ষক সহ অধিকাংশ শিক্ষক আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এতে করে তারা উদ্দেশ্যমূলকভাবে স্কুলের স্কাউটদের দিয়ে এই গান পরিবেশন করান।
স্কাউটস সংশ্লিষ্টরা জানান, তাঁবু জলসায় সাধারণত দেশাত্মবোধক গান, শিক্ষামূলক নাটিকা, ধর্মীয় মূল্যবোধ উজ্জিবক গান সহ বিভিন্ন চিত্তাকর্ষক ডিসপ্লে প্রদর্শন করা হয়। অথচ গতকালের আয়োজনে উস্কানীমূলক জয় বাংলার গান শুধুমাত্র নৃত্য ও গীত পরিবেশন করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন