বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে মসজিদের ইমামদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।
- ডা: ফখরুদ্দিন মানিক
নুর উদ্দিন রনি, সোনাগাজী প্রতিনিধি :
২৯ মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকায় সোনাগাজীর উত্তর চরখোয়াজ হাফেজ আহমদ উল্যাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সকল মুসলমানকে তাক্বওয়ার গুণে গুণান্বিত হবার আহবান জানিয়েছেন দাগনভুইয়া - সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা: ফখরুদ্দিন মানিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন বিগত প্যাসেজটি স্বৈরাচার আমলে ইফতার মাহফিলে অতিথি যারা ছিলেন, মসজিদে ইমাম যারা ছিলেন, ওয়ায়েজিন যারা ছিলেন তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার মেহেরবানীতে ৫ ই আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে অনেক শাহাদাতের বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন।
আমরা দোয়া করছি সেসব শহীদ ভাইদের জন্য আল্লাহ তায়ালা তাদেরকে শাহদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর সাবেক ছাত্রকল্যাণ বিভাগের দায়িত্বশীল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা জাম্বেজিয়া প্রভিন্স এর সহ সভাপতি মু. নেয়ামত উল্যাহ বাবলু, সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সহ সভাপতি মো: মেছবাহ উদ্দিন ফারুক।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আজিজ উল্যাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা জাফর উল্যাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন