নারায়ণগঞ্জে রহস্যময়ভাবে সোনাগাজীর আবু ইউসুফের মৃত্যু

নারায়ণগঞ্জে রহস্যময়ভাবে সোনাগাজীর আবু ইউসুফের মৃত্যু

 নারায়ণগঞ্জে রহস্যময়ভাবে সোনাগাজীর আবু ইউসুফের মৃত্যু


নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল:

নারায়ণগঞ্জের মুর্গাপাড়ায় আবু ইউসুফ  নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাসিন্দা লাতু মুন্সির ভাগিনা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ইউসুফ নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সেখানেই একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন। ঘটনার দিন বিকেলে প্রতিবেশীরা তাঁর ঘরের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।


খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আবু ইউসুফের এমন অকাল ও রহস্যময় মৃত্যুতে তাঁর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।


Comments